President

টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় পরিবহরেন একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ি সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর-গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের গোপালপুর সদর উপজেলার আসমা বেগম (২৫), চন্দন (২৬) ও শান্তা বেগম (২৫), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৫০), নারায়নগঞ্জের সোনারগাও এলাকার নুরে আলম (৩০), জামালপুর জেলার বনগ্রাম এলাকার মোতাহের আলী (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইলের ধনবাড়িতে যাচ্ছিল। এসময় বাসটি ঘাটাইল উপজেলার হরিপুর-গুনগ্রাম এলাকায় পৌছে অপর একটি বাসকে অতিক্রম করতে নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গভির খাদে পড়ে যায়। এতে বাসটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত হন অন্তত ২২ জন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, নিহত সাত জনের লাশ ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন নিহতদের লাশ দাফনের জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

০২ মে, ২০১৭ ১৯:২০ পি.এম