President

১০ বছর ধরে বিছানায় শুয়েই একটি স্কুল চালাচ্ছেন প্রধান শিক্ষিকা উমা শর্মা। ট্যাবলেটের মাধ্যমে স্কুলের কার্যক্রম তদারকি করেন। এমনকি ইন্টারনেটে ক্লাসও নেন। ছবি: সংগৃহীত


উমা শর্মা ১০ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। নড়াচড়ার জন্য প্রয়োজন অন্যের সাহায্যের। কিন্তু এ অবস্থায় জীবনযুদ্ধে না হেরে চালাচ্ছেন একটি স্কুল। ইন্টারনেট এবং প্রযুক্তির কল্যাণে বিছানায় শুয়েই চালাচ্ছেন স্কুলটি।

এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের উমা শর্মা ১০ বছর আগে শরীরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সাহারানপুরের ন্যাশনাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা উমা শর্মা সে সময় থেকেই শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। শুধু তার মুখ ও হাত সচল আছে। আর এ অবস্থায় বিদ্যালয়ের সব কাজ করেন তিনি। ইন্টারনেট এবং প্রযুক্তির কল্যাণে বিছানায় শুয়েই চালাচ্ছেন স্কুলটি। ১০ বছর ধরে শয্যাশায়ী অবস্থাতেই স্কুল পরিচালনা করছেন। ট্যাবলেটের মাধ্যমে এ শিক্ষিকা তাঁর স্কুলের কার্যক্রম তদারকি করেন। এমনকি ইন্টারনেটে ক্লাসও নেন।

৩১ ডিসেম্বর, ২০১৭ ২২:১৪ পি.এম