President

ইন্ডিয়ার এবারের মিশন ডি ভিলিয়ার্সদের হারানো। অনুশীলনে আর প্রস্তুতি ম্যাচে ভীষণ সিরিয়াস থাকার কথা ভারতের। অথচ বিরাট কোহলি কিনা প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবই ফিরিয়ে দিলেন। রাবাদা-মরকেলদের খেলতে ভারতীয় দল তো তবে ভালোই প্রস্তুত।

দক্ষিণ আফ্রিকায় পৌঁছে কালই প্রথম অনুশীলন করেছেন কোহলিরা। প্রস্তুতি ম্যাচের চেয়ে দলীয় অনুশীলনকেই প্রাধান্য দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। তার ব্যাখ্যাও দিয়েছেন কোহলি। নিউল্যান্ডসে প্রথম টেস্টের পিচের সঙ্গে নাকি কোনো মিলই নেই প্রস্তুতি ম্যাচের উইকেটের। এমন উইকেটে ব্যাটিং করে তো আর কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। অনুশীলন-পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‌‘ম্যাচে যে উইকেট দেওয়া হবে, তার সঙ্গে এই পিচের ১৫ শতাংশ মিলও নেই। এখানে ম্যাচ খেলে দ্রুত কিছু ফিফটি করে ফিরে আসার পেছনে দুই দিন নষ্ট করার কোনো মানে নেই। এর চেয়ে দুই দিন অনুশীলন করে আমরা আমাদের মতো করে টেস্টের মেজাজ তৈরি করে নিতে চাই।’

ম্যাচের আগে মানসিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন ভারতের সেরা ব্যাটসম্যান, ‘মানসিক প্রস্তুতি ঠিক না থাকলে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেও কোনো লাভ নেই। মাথার ভেতরটা যদি প্রস্তুত থাকে, অনুশীলনটা যদি ভালো হয়, ম্যাচ খেলার জন্য তা-ই যথেষ্ট।’

৩১ ডিসেম্বর, ২০১৭ ২৩:৪০ পি.এম