President

হলিউডের তারকা লিন্ডসে লোহান ক্রিসমাস আর নববর্ষ উদ্‌যাপন করতে থাইল্যান্ড যান। সেখানে গিয়ে আনন্দেই ছিলেন। কিন্তু কথায় আছে, ‘যত হাসি তত কান্না’। এ কথা এবার হাড়ে হাড়ে টের পেয়েছেন ‘মিন গার্ল’ ছবির এই তারকা। থাইল্যান্ডের ফুকেটের এক নির্জন জঙ্গলে গিয়ে সাপের কামড় খেয়েছেন তিনি। তা-ও একবার নয়, সাপটি তাঁর পায়ে দাঁত বসিয়েছে কয়েকবার।

৩১ বছর বয়সী এই নায়িকা ফুকেটে যাওয়ার পর থেকেই ইনস্টাগ্রামে তাঁর ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও প্রকাশ করেন। গত বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে...অসাধারণ জায়গা...শুধু আমার এই সাপের কামড় বাদে।’ অন্য আরেকটি ভিডিওতে লোহান জানান, তিনি এখনো ফুকেটেই আছেন। গত শুক্রবার তাঁর পায়ের গোড়ালির কিছুটা ওপরে সাপ কামড়েছে। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই, আমি এখন ভালো আছি। এটি বিষহীন সাপ ছিল।’ পরে নিজের পায়ের একটি ছবি তুলে ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি।

০১ জানুয়ারী, ২০১৮ ০০:০১ এ.ম