President

টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। এখন সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন তিনি। তাঁর একমাত্র মেয়ে অহনা ডায়েস, নিউইয়র্কের হিকসভ্যাল হাইস্কুলের ১১তম গ্রেডের ছাত্রী। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. দিনের শুরুটা হয় কীভাবে?
টনি ডায়েস: প্রতিদিন সকালে অহনার দৌড়াদৌড়িতে আমার ঘুম ভাঙে। ও স্কুলে যাওয়ার আগে বাড়িতে এত বেশি শব্দ করে যে ঘড়িতে আর অ্যালার্মের দরকার হয় না।
মেয়ে: সকালে ঘুম ভাঙে বিরক্তিকর অ্যালার্মের শব্দে, যেটা আমার একদম পছন্দ না।
২. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
টনি ডায়েস: মাছ-ভাত খেতে খুব ভালোবাসি, যেটা আমার বাসায় সবার অপছন্দের। তাই তো মাছ কিনে বাসায় আসার পর আমাকেই ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখতে হয়। কারণ, মাছ প্রিয়ার (আমার স্ত্রী) খুব অপছন্দ।
মেয়ে: ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। প্রতিদিন স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়া হয়। ছুটির দিনে সকালে ডিম-পরোটা খুব প্রিয়। আমার আর বাবার দুজনের একটা প্রিয় খাবার চিকেন টিক্কা মসলা আর গার্লিক নান রুটি।

০১ জানুয়ারী, ২০১৮ ০০:২৫ এ.ম