President

রোববার (২৪ ডিসেম্বর) পিজিসিবি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে জেলা ও উপজেলাগুলোতে বিদ্যুতের বাল্ক সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

নতুন সাবস্টেশনগুলো হচ্ছে- রাজশাহী ২৩০/১৩২ কেভি সাবস্টেশন, পাবনার ভাঙ্গুরা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও রংপুরের মিঠাপুকুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন।

এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মাদারীপুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি সাবস্টেশন, মোংলা ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ও বাগেরহাট ১৩২/৩৩ কেভি সাবস্টেশনে সম্প্রসারণের কাজ করা হবে।

স্বাক্ষরিত চুক্তিপত্রে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করতে হবে। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ১৫৯ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

০১ জানুয়ারী, ২০১৮ ০০:৪১ এ.ম