President

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় টিটন ঢালী (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শার্শা-গোগপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক উপজেলার কেরালখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, একটি ট্রাক দ্রুতগতিতে শার্শার দিকে আসছিলো। এ সময় গোড়পাড়া বাজারের মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক টিটন ঢালীকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘাতক ট্রাক ও চালক শহিদুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

১১ জানুয়ারী, ২০১৮ ০০:৫৫ এ.ম