President

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর নওয়াবেঁকী সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে ছিটকে পড়ে অন্তত ১৫ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ১১ টার পরে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শ্যামনগর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শ্যামনগর নওয়াবেঁকি সড়কের বেতাংঙ্গী হাতেমের মোড় নামক স্থানে পৌছালে হঠাৎ বাসের ড্রইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই বাসটি সড়কের নিচে জলাশয়ে ছিটকে পড়ে। ঐ জলাশয়ের পানীর গভীরতা কম ছিল। বাসটি জলাশয়ে পড়ার পর বাসে থাকা যাত্রীদের অন্তত ১৫ জন আংশিক আহত হয়। এদের অধিকাংশই বাস থেকে তড়িঘড়ি করে বেরুতে গিয়ে আহত হয়েছেন।

বাসে থাকা কোন যাত্রীর অবস্থা আশংকাজনক নয় বলে জানা গেছে।

০৮ এপ্রিল, ২০১৭ ১৮:১২ পি.এম