President

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নায়িকা পূজা চেরি। এর প্রযোজকও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। পূজা এরইমধ্যে অভিনয় করেছেন যৌথ প্রযোজনার নূর জাহান ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর একসময়কার সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়। নতুন ছবিটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য। ভালোবাসা দিবস উপলক্ষে আগামি ১৬ ফেব্রুয়ারি নূর জাহান ছবিটি দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন দুই প্রযোজক। তার আগেই পূজাকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন তাঁরা। নতুন ছবির নাম প্রেম আমার ২। নূর জাহান-এ পূজার নায়ক অদ্রিতই নতুন ছবির নায়ক হিসেবে থাকছেন।

৩১ জানুয়ারী, ২০১৮ ১৯:৪৪ পি.এম