President

কিশোরগঞ্জের ভৈরবে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।

বুধবার দুপুর ১২টায় মেয়র কার্যালয়ে পৌরসভা ১৮টি প্রাক প্রাথমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যায়ের প্রি-স্কুল ও শিশু বিকাশ শ্রেণির ১ হাজার ৫০ জন শিক্ষার্থীকে নতুন বই তুলে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভা সচিব মো. দুলাল উদ্দিন, ব্যবসায়ী মনির হোসেন, মিলাদ হোসেন, পৌর মেয়রের একান্ত সচিব মো.আল আমিন প্রমুখ।

বই বিতরণ অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পৌর শিক্ষা উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মো.নুরুজ্জামান।

৩১ জানুয়ারী, ২০১৮ ১৯:৫৯ পি.এম