President

প্রবাসে যেসব শিল্পী দেশীয় সঙ্গীতকে সফলতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছেন এরই আরেকটি প্রচেষ্টার অংশ শাহানাজ সুমির গাওয়া ‘স্বপ্ন আশা’ । শাহানাজ সুমি ও ইলিয়াস হোসেইনের সম্মিলিত কণ্ঠে গাওয়া গানের নতুন এই ভিডিও গানে নতুন প্রজন্মের প্রেমের দৃশ্য চিত্রায়িত করা হয়েছে।

গানটিতে ধারাবাহিকভাবে দেখানো হয়েছে যুগলের না বলা প্রেম কীভাবে পরিণতির দিকে এগিয়েছে।

এই গানের ভিডিওটি ইউটিউবে আপলোডের দুই সপ্তাহের মধ্যে প্রায় লাখের কাছাকাছি দর্শক ভিডিওটি দেখেছেন।

সংগীত শিল্পী শাহানাজ সুমি জানান, তার সঙ্গীতের প্রতি ভালোবাসা, চর্চা ছোটবেলা থেকেই। তিনি দেশে ও প্রবাসের দর্শক শ্রোতাদের জন্য সারাজীবন গান করে যেতে চান।

তার এই পর্যন্ত ছয়টি গানের অ্যালবাম বের হয়েছে এবং এর মধ্যে তিনটি একক গানের অ্যালবাম। সাম্প্রতিক সময় তার গানের ভিডিওটির ব্যাপারে তিনি আশাবাদী যে দর্শক শ্রোতারা এটি অনেক পছন্দ করবেন।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও যন্ত্রসঙ্গীতে ছিলেন রেজয়ান শেখ।

০৩ ফেব্রুয়ারী, ২০১৮ ১২:২৩ পি.এম