President

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সুমাইয়া আক্তার ইভা্র নামে ছয় মাস বয়সী শিশু নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছেন সুমাইয়ার পরিবারের আরো তিনজন। আগুনে তাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার ভোরে ওই গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই বাড়ির নাছির মিজির কন্যা। নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম ছেলে নয়ন একই সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হন।

মিজি বাড়ির বাসিন্দা হাসান, সামাদ ও চাঁন মিজি জানান, ঘটনার সময় হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে এসে শুধু নাছিরের ঘরে আগুন দেখতে পায়। সকলে চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলে ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তারা আরো বলেন, বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও শিশু কন্যাকে নিয়ে আসতে দেরি হয়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যায়। আহতদের বাড়িতে চিকিৎসা দেয়া হয়েছে।

মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী জানান, ধারণা করা হচ্ছে- গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ছিল অথবা অসতর্কতার কারণে এই দুর্ঘটনা হয়েছে।

০৭ ফেব্রুয়ারী, ২০১৮ ১০:৫৯ এ.ম