President

সংযুক্ত আরব আমিরাতে এখন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে জিম্বাবুয়ে-আফগানিস্তান। ইতোমধ্যে সিরিজের দুইটি ম্যাচ শেষ হয়েছে। এই দুই ম্যাচের ফলাফল দেখলে অবাক হবেন আপনি। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে হারে ১৫৪ রানে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানও হারে ১৫৪ রানে।

আবার প্রথম ম্যাচে আফগানিস্তানের দলীয় স্কোর যা ছিল দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের স্কোর তাই। আর প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দলীয় স্কোর যা ছিল দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দলীয় স্কোর তাই।

প্রথম ম্যাচের স্কোর আফগানিস্তান ৩৩৩/৫ (৫০ ওভার) ও জিম্বাবুয়ে ১৭৯ (৩৪.৪ ওভার)। দ্বিতীয় ম্যাচের স্কোর জিম্বাবুয়ে ৩৩৩/৫ (৫০ ওভার) ও আফগানিস্তান ১৭৯ (৩০.১ ওভার)।

সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

১২ ফেব্রুয়ারী, ২০১৮ ১৫:২১ পি.এম