ঢাকা : গুচ্ছভুক্ত ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (০৩ মে)। ‘খ’ ইউনিটে ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৯৪ হাজার ৬৩১ পরীক্ষার্থী। প্রতি আসনে বিপরীতে লড়বে ১৫ জন শিক্ষার্থী।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এ বছর মানবিক বিভাগে (বি ইউনিটে) প্রায় ৬ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সর্ববৃহৎ কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নানা ধরনের প্রস্তুতি নিতে দেখা গেছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেবে ১৯ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়টির মানবিক বিভাগের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জবির অধীনে আরও ৩টি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৩৫২ জন, উইলস লিটল ফ্লাওয়ার কলেজ ২ হাজার ৭২১ জন, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ এবং মতিঝিল উচ্চ বালিকাতে পরীক্ষা দেবে ১ হাজার ৫০০ পরীক্ষার্থী। ‘খ’ ইউনিটে দুইটি ইন্সটিটিউট ও ১৫টি বিভাগে মোট আসন ১ হাজার ২৭০।
প্রস্তুতি সম্পন্ন জানিয়ে ডিন বলেন, ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সকল কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্ন আসলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া আছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল টিম ও পুলিশের টিম থাকবে। সারাদেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে।
এর আগে গত ২৭ এপ্রিল গুচ্ছ এ ইউনিটের অনুষ্ঠিত পরীক্ষায় তীব্র গরমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের বাইরে সুপেয় পানি ভ্রাম্যমাণ চিকিৎসক ও চেয়ারের ব্যবস্থা করা হয়। এতে সেবা নেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বি ইউনিটের পরীক্ষাতেও সেব থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।