তীব্র তাপদাহ এর প্রভাব নিরসনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সাগর আহমেদ শামীম ও ভাটারা থানা ছাত্রলীগের সভাপতি জনাব পলাশ মোল্লা অর্কের নির্দেশনায় ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালিত ও বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে উক্ত কর্মসূচিটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন, ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাগর আহমেদ নিপু,ভাটারা থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রিফাত, সাইদ নগর ইউনিট আওয়ামী লীগের মাহিম উদ্দিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা জুয়েল, ইমরান, অপু, পারভেজ, তামিম, সবুরসহ অনেকে।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নেতাকর্মীরা জানান “বাংলাদেশ ছাত্রলীগ সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে। বাংলাদেশের সকল দুর্দশায় বাংলাদেশ ছাত্রলীগ জনগণের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে তীব্র তাপদাহ নিরসনে সারা বাংলাদেশ ব্যাপি বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। “
এছাড়াও জনসাধারণের উদ্দেশ্যে বৃক্ষ নিধন না করে বেশি বেশি বৃক্ষ লাগানোর আহবান জানান ছাত্রলীগ নেতারা।