Site icon Shikkha Kantha

চাকরী স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি ব্যাংকে বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ হয়েছে কমিউনিটি ব্যাংকে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর পুলিশ প্লাজায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ অস্থায়ী কর্মচারীরা। সারাদেশে কমিউনিটি ব্যাংকের কর্মরত ২১৩ এর অধিক অস্থায়ী কর্মীরা বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।

২0১৯ সালে যাত্রা শুরু করা ব্যাংকটির অস্থায়ী কর্মীরা জানান, ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োজিতরা দীর্ঘ চার বছরের অধিক সময় ধরে চাকরি স্থায়ীকরণের আশায় রয়েছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে বারবার চাকরি স্থায়ীকরণের বিষয়ে তাগাদা দেওয়া হলেও ব্যাংক কর্তৃপক্ষ বরাবরই নীরব ভূমিকা পালন করে আসছে।

আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমাদের একটাই দাবি অবিলম্বে আমাদের চাকরী স্থায়ীকরণ করা হোক নতুবা আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা হোক, কর্তৃপক্ষের কাছে এমনই দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আগত কমিউনিটি ব্যাংকের অস্থায়ী কর্মীরা।

ব্যাংকের বিক্ষুব্ধ কর্মীরা আরও জানান, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

Exit mobile version