ঢাকা দ্রুতগতির উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) হয়ে বাস চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। আগামী সোমবার থেকে এই বাস চালু হওয়ার কথা রয়েছে। শুরুতে আটটি দ্বিতল বাস চলবে।
এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বাস সেবা উদ্বোধন করার কথা ছিল। এর মধ্যে তিনি আজ শুক্রবার কিছুটা অসুস্থ হয়ে পড়েন। ফলে সোমবারের কর্মসূচিতে তিনি থাকবেন কি না, না থাকলে বাস চালু হবে কি না—এটি শনিবার জানা যাবে।
২ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা উড়ালসড়কে চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক পাড়ি দিতে ১২–১৩ মিনিট লাগছে। কিন্তু এই উড়ালসড়কে বাস উঠছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে যাত্রী পাওয়া যায় না। কারণ, মাঝপথে বাসে ওঠা–নামার কোনো সুযোগ নেই। এ জন্য বিআরটিসির বাসগুলো কোথাও না থেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলকভাবে আটটি বাস দিয়ে যাত্রা শুরু হবে। চাহিদা থাকলে আরও বাস বাড়ানো হবে। তিনি বলেন, আটটি বাস অন্য কোনো পথে চলবে না। শুধু উড়ালসড়কে চলাচল করবে।
৬ Comments
af1n4m
Hello there, just became alert to your blog through Google,
and found that it’s really informative. I’m gonna watch out for brussels.
I’ll be grateful if you continue this in future.
Numerous people will be benefited from your writing.
Cheers! Najlepsze escape roomy
I like this weblog it’s a master piece! Glad I detected this on google..
ej3o9n
I couldn’t resist commenting. Perfectly written!
bry7hl