Site icon Shikkha Kantha

কবি গোলাম মাওলার সেলুন পাঠাগারের উদ্বোধন

রায়হান আহমেদ, পানছড়ি প্রতিনিধি : অবসরে বই পড়ি’ শিক্ষিত জাতি ঘড়ি এই স্লোগানকে সামনে রেখে সেলুনে আগত সেবাগ্রহীদের দীর্ঘ সিরিয়ালের ফাঁকে সময় কাটাতে আকর্ষণীয় বই বা শিক্ষণীয় গ্রন্থ নজরে পড়লে বই পড়ার ইচ্ছে জাগ্রত হবে পাঠকদের মাঝে।

পরক্ষণে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারেন সেবাগ্রহীরা। আর পাঠক তৈরি করতে জসিম নিজস্ব অর্থায়নে সেলুনে স্থাপন করেছেন সেলুন পাঠাগার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাজারের দুটি সেলুনে বুক সেলফ স্থাপন করা হয়েছে।

বুক সেলফ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাহিত্যিক ইউসুফ আদনান, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সাহিত্যিক ডা.মো. শহিদুল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাহিত্যিক ইউসুফ আদনান বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক।

পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। । এক্ষেত্রে সেলুন অন্যতম একটি স্থান। যেখানে সময়ের সঠিক ব্যবহারে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।

Exit mobile version