এন এস আবিদ মাহমুদ,
নিজস্ব প্রতিনিধি,
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।
এ নিয়ে চতুর্থ দফায় জাতির সামনে ভাষণ নিয়ে হাজির হচ্ছে প্রধান উপদেষ্টা। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এর আগে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সেদিনই প্রথম দফায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি। এর ১৭ দিন পর ২৫ আগস্ট জাতির উদ্দেশে দ্বিতীয় দফায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের ঢানা ১৫ বছরের শাসনের।
শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই হিসাবে অন্তবর্তী সরকার একশ দিন পার করেছে।